সিএসইতে লেনদেন ৫.৭১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার ৫.৭১ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ১,৯০১ টি লেনদেনের মাধ্যমে ১০.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫৩.৭০ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৪.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫১.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১৭,১৮.৭৩ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৫৫৪.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৭৮২.৬৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১১৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালের বিশেষত্ব ও শীর্ষত্ব : প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি
পরবর্তী নিবন্ধঈদের দুই ডজন নাটকে আজম খান