সিএসইতে লেনদেন ৫.৩০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৫.৩০ কোটি টাকা। ১,৪৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৭৩.৭৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৫.৯৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৪.৬৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৮.৯৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৬,০৪২.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৫৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, দাম কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধআবারও একসঙ্গে ফুয়াদ-ইমরান
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিতে উত্তরাধিকারভিত্তিক কোটা বাতিল করল পাকিস্তান