সিএসইতে লেনদেন ৫.২০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.২০ কোটি টাকা। মোট ১,৯০৫টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৪.১৮ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৫.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.৬৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫০.৪০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৬৯.৪৭ বেড়েছে, যা হলো ২,০৮৭.৬৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,৮৭৯.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, দাম কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

পূর্ববর্তী নিবন্ধআইস্ক্রিনে হাসির সিনেমা ‘কিস্তিমাত’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডার পাল্টা শুল্ক আরোপ