চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ৫.১৪ কোটি টাকা। মোট ২,৫১৭টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৭৭.৭৫ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.১১–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৪৭.৬২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৫৯৮.৪৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,০৫১.৮৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,৮২৪.৩৭ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৯৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।