চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪৪.২২ কোটি টাকা। মোট ১৭,২১৩টি লেনদেনের মাধ্যমে মোট ৮৭.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০২.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৩৯৮.০৯ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৫.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৪.৬৭। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮০.১৯ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৮.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৪৯০.১৫ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৪,২০৮.০৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,১৮১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।








