চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৪৩.৪২ কোটি টাকা। ৯,৪৪৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০১.৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৭৮৯.৭৭ পয়েন্টে। সিএসই–৫০ সূচক ৯.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৭৯.৪০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৯০.১৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৩৪.৮৭ পয়েন্ট বেড়ে দাড়িঁয়েছে ১৮৭৮.৫৬ ।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৯,৮১৪.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৮২৩.৫৯ কোটি টাকায়। সিএসইতে ৩৭৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ১৯০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।