সিএসইতে লেনদেন ৪২.৭৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪২.৭৬ কোটি টাকা। মোট ৫,০১৭টি লেনদেনের মাধ্যমে মোট ৯৪.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৮৮৫.৬৬ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ০.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১১২৯.৩৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১০৩৮.৩৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৩১.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০০২.৬৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০২,০৬৬.৪৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪০,৩০৯.২৫ কোটি টাকা।

সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন শাকিরা
পরবর্তী নিবন্ধভারতের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ১৮