সিএসইতে লেনদেন ৪২.৪৬ কোটি টাকা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ৪২.৪৬ কোটি টাকা। মোট ৮,৬৩০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৪১ কোটি শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেঙ সিএসইর সার্বিক শেয়ার মূল্যসূচক ৫২.০২ পয়েন্ট কমে দাড়ায় ১৪,১৩৬.২৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০২২.৬৭তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৩.৫১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৯১০.০৬তে। গতকাল রবিবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩১,৬২৯.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,০৩৬.৯৭ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘লুজার’ খুঁজলেই টুইটার দেখাচ্ছে ট্রাম্পের অ্যাকাউন্ট
পরবর্তী নিবন্ধকমেছে রিজার্ভ