সিএসইতে লেনদেন ৪.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.৮৩ কোটি টাকা। ২,০৩১ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৫৯.০৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯১.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙএর মূল্যসূচক ৩.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৮.৩২ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেঙ এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮৪.৯৩ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৪,০৯৯.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭২,৩২৬.৯৭ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০ টির, দাম কমেছে ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

পূর্ববর্তী নিবন্ধতবলার সুরে ভাসলো দশর্কশ্রোতা
পরবর্তী নিবন্ধযুদ্ধের পরও গাজার বাফার জোন ছাড়বে না ইসরায়েল, বললেন মন্ত্রী