চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.৩৮ কোটি টাকা। ৭৪৩টি লেনদেনের মাধ্যমে মোট ৮৩.৪১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮১.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৯২.৩৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫২.৪০ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫২.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬৬৪.০২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৬,০২১.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, দাম কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১২টির।








