চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩১.৫০ কোটি টাকা। ২,৭০৭টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৬.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭০.২৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৯.৪৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৫.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৩.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৬,৮৩২.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, দাম কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।