সিএসইতে লেনদেন ৩.৬১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩.৬১ কোটি টাকা। ১,৮৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫০৬.২২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.০৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০২.৫৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪১.৯৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ২১.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৭১.৩৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৩৯৭.১৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৭,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬ টির, দাম কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

পূর্ববর্তী নিবন্ধসুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে চীন