ঈচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মোট লেনদেন হয়েছে ২৯.২৯ কোটি টাকা। ১৬,১২৩টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১۔৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৬৩৪.০৮ পয়েন্টে।
সিএসই-৫০ মূল্যসূচক ৫.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৩۔৬০-তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯১.০৬-তে। সিএসইএসমেক্স ইনডেক্স ৪৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫.৩৩ পয়েন্ট। গতকাল দিন শেষে সিইসির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২,৩৬৩۔৫৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪০৭.১৪ কোটি টাকা। সিএসইতে ৩৭৪টি স্ক্রিস্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। প্রেস বিজ্ঞপ্তি।