চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৮.৭০ কোটি টাকা। মোট ১,২০৩টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,০১১.৫৪ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৯৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৫.১৭। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮১.৪৯ পয়েন্ট।
সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ২০.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,০৭৬.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৬,১৮২.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।







