চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ২৫.৮০ কোটি টাকা। ১,৮১১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৬.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৬৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৪৩৮.৩৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩৮.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৪.৬৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৫৪.৬৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯১,১৯২.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৭৪৮.৭৮ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।