সিএসইতে লেনদেন ২৩.৮০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল রোববার লেনদেন হয়েছে ২৩.৮০ কোটি টাকা। মোট ১০ হাজার ২৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৬ কোটি শেয়ার হাতবদল হয় এদিন। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩০৯.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬০৫.২২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২৯.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩১৯.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৬.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৮.৯৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪২.৭৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫০৭.৪৬ পয়েন্ট। রোববার দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,৩৫৭.৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,১৮১.১১ কোটি টাকা। সিএসই’তে ৬৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩৯৪টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৪৬টির, অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল
পরবর্তী নিবন্ধশিশু নিপীড়ন সহযোগীকে ক্ষমা, হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ