সিএসইতে লেনদেন ২২.৪৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ২২.৪৬ কোটি টাকা। ১,২০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.২৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৮৩.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৭.৮৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭০.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫৭.৮৮ কমেছে, যা হলো ১,৮৮৭.১৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৯,০৯৬.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৮২১.৫৪ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, দাম কমেছে ১০৯টি আর অপরিবর্তিত রয়েছে ৪টির।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘একটি অবাস্তব গল্প’ নাটকের শতকোত্তর মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধশনির এই চাঁদে থাকতে পারে এলিয়েনের আবাস