চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ২২.০৮ কোটি টাকা। ৮,৯০৫ টি লেনদেনের মাধ্যমে মোট,৭৮.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৭.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৮১৩.৭৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৮.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬৭.৮৯ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৩৬.৭৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৩৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬০.৮৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,২৫৬.৯৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৫০২.৭৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৮ টির, কমেছে ৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ টির। প্রেস বিজ্ঞপ্তি।