চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১.৩৯ কোটি টাকা। ৩,৫৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৫৬৫.৬৩ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৩১.৬৫ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৫.০৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৮৬৭.৮০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৪,৩৮১.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,৭৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৫ টির ।