সিএসইতে লেনদেন ২১.১১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২১.১১ কোটি টাকা। মোট ৩,৭৬১টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৮.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৩১.৬৭ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৮.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯৫.১৭ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৯৩.৭১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯১২.৯৬ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৫,৯৯০.০৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪২টির। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, দাম কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘ভাদরে নজরুল’
পরবর্তী নিবন্ধশি’র বিরুদ্ধে পুতিন-কিমকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের