চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ২০.৬৭ কোটি টাকা। ৯,২১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৮১.৪৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৭.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,০৩৯.৩৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪০৭.১৭ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২০৯.৭৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৮.২৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৫,০৫৩.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৫৮৪.৫৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৩ টির, কমেছে ৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।