চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন ২০.৬৬ কোটি টাকা। ৩,৮৮৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.১১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬৫৩.৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৪৩.৩৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ১.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৪.২২ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স সূচক গতকাল অপরিবর্তিত ছিলো যা হলো ২,৫০৪.৩২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৩৭৫.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১০৬.৬০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০ টির, কমেছে ৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ১২৮ টির।