সিএসইতে লেনদেন ১৯.৬১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিএ গতকাল মঙ্গলবার ১৯.৬১ কোটি টাকা। মোট ৮,৫৫৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৮২.৫৭ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৭.৬৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৮.৪২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২১.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪৪.৫৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৬,৫০০.১৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৫,৬৯৮.৪২ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৬ টির।

পূর্ববর্তী নিবন্ধলংকান প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সে খেলবেন সাকিব
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে ঝড়ে ধসে পড়ল স্কুলের ছাদ, নিহত ৭