সিএসইতে লেনদেন ১৭.৯৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৭.৯৯ কোটি টাকা। ৭,৪৯৩টি লেনদেনের মাধ্যমে মোট ৮৮.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৮.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৬২৬.১২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৫৯.৬৭তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪২.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ১৭.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৮৪.৬১ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪৮,২৬১.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৩টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের মুখোমুখি আজ নেপাল
পরবর্তী নিবন্ধরাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের