চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ১৭.০৩ কোটি টাকা। ১০,৫৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬২.০০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,০৭৭.৭১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৫১.০৩ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২৩.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৪৯.১১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ২৫.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭০.৩২ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৪,৯৬৪.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৩৯১.৬০ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭ টির, কমেছে ২৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টির।