চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬.০১ কোটি টাকা। ১,৯১০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.২৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০৭৯.৯৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪২.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৫.২০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১০.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯১৩.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২০,৪২০.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩১৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, দাম কমেছে ৮৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।