চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ১৫.৭৩ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৬,৭৪৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৫৪৮.৩৭ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩০৮.৭২–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬২.৯৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ০.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৭২৩.৫৫ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,১১০.৪৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৬,৪৫৯.৬৪ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৩টির। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৫টির।