চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৫.০২ কোটি টাকা। মোট ১,৮৩১টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৭৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৮৯.২২ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৬.৩৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৪.৫০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৯.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৫১.২৯ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৩,২৫৫.৮৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, দাম কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।