চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ১৪.০৮ কোটি টাকা। মোট ৭,৩০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪.৮৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,০০৮.৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩৭.২৩ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫২.৯৪ তে । গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০,৫২৯.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,১৯৩.৩৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ৭৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।