সিএসইতে লেনদেন ১৩.৬২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.৬২ কোটি টাকা। মোট ৪,১০৭টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৯৩.১৩ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৩.৭৫।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৮০.৯৯ পয়েন্ট। সিএসই এসমেঙ ইনডেক্সের মূল্যসূচক ১১.৩৫ বেড়েছে, যা হলো ৩,০৫৩.১২ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৬,২৯৮.৮৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, দাম কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধসংসার ভাঙলো আরিফিন শুভর
পরবর্তী নিবন্ধধারণার চেয়ে দেড়শ কোটি বছর আগে প্রাণের সূচনা