সিএসইতে লেনদেন ১৩.১৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৩.১৭ কোটি টাকা। ৩,২১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.১১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৫.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭০৫.৬৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২১.৩৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৯.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫৪.১৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৩.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৯,২০৮.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯ টির, দাম কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধএমনি মায়ার ছলনা…
পরবর্তী নিবন্ধব্যয় কমাতে প্রেসিডেন্ট কার্যালয়ের গাড়িবহর নিলামে তুলছে শ্রীলঙ্কা