সিএসইতে লেনদেন ১৩.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.১৩ কোটি টাকা। মোট ১,০৪৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৭৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৩৫.৭২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০১.০৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ৮,৭১.০৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮১৯.৮৩ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৫,৬৩৭.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমাচাদোকে ভেনেজুয়েলার ক্ষমতার অংশীদার করতে চাইছেন ট্রাম্প