চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১২৪.২৬ কোটি টাকা। ১,৫৬৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৯৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৫৪.৬৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৭.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩০.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.১১ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৫৭.৯০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৬৩৯.৯৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৮.৬৬ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, দাম কমেছে ১১১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।