সিএসইতে লেনদেন ১২.৭৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২.৭৬ কোটি টাকা। মোট ১,৮৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯১.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫১৯.০৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৬.৫২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৭৯.২৮ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেক্স এর মূল্যসূচক ২৭.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো বেড়েছে ১,৯৭০.৮১ পয়েন্ট। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৮,৭৯৭.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৫১২.১০ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ১৯৫টির, এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, দাম কমেছে ৭৮টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধকাজাখস্তানে চলছে আফরান নিশোর ‘দম’ পরীক্ষা
পরবর্তী নিবন্ধনাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা