চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার ১২.৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯,৩১৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৩০.৪৪ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৬.১৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৭.১৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৬২২.৮৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,৩৪১.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৫,৫৩০.১৪ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৯০টির।