সিএসইতে লেনদেন ১২.৭০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২.৭০ কোটি টাকা। ১,৮০৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৩.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০২৫.৫৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪১.৪৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৭.৪৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১৭.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো বেড়েছে ১,৮৮৩.১৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৯,৭৮৭.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, দাম কমেছে ৯৯টি আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

পূর্ববর্তী নিবন্ধআনন্দী সঙ্গীত একাডেমির উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধভারি বৃষ্টিতে কলকাতাজুড়ে জলাবদ্ধতা, ১০ মৃত্যু