চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১২.৬০ কোটি টাকা। ১,৯০০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.২৮ লক্ষ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০২৫.৪১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৩.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫০.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৪২.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৯৭.৭৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৪,০৫৯.৮৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,১৬১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, দাম কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।