সিএসইতে লেনদেন ১২.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১২.২২ কোটি টাকা। ২,১৮৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.৬৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৭.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৮২.৬১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪১.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৬১.০৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯০৯.৬৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২০,২৫৬.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩১৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৬ টির, দাম কমেছে ১৩৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় একই মঞ্চে পারফর্ম করবেন জেমস-আজমত
পরবর্তী নিবন্ধএবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ