সিএসইতে লেনদেন ১০৮.৮৬ কোটি টাকা

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১০৮.৮৬ কোটি টাকা। মোট ৩৫,৫৫৯টি লেনদেনের মাধ্যমে মোট ৪.৭৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬,২৯৪.৪২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২৩.৫৩-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৮.০৮-তে। দিন শেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৪,৭২২.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৯৫১.৪৪ কোটি টাকায়। সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ২৬৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআচরণবিধি লঙ্ঘন খাগড়াছড়িতে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
পরবর্তী নিবন্ধসেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন প্রতিযোগিতা কাল