চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের হয়েছে ১০৪.১৬ কোটি টাকা। মোট ৩০,০০২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৬৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৪.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৭৯৭.১৭ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ১৩.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৪.১১ তে । তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙ ৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩০.৬৬ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০১,৪৫০.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৪২.১২ কোটি টাকায়। সিএসইতে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।