চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১০.৭৬ কোটি টাকা। ১,৩৮৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৬৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৩.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৪২.৬৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০২.৯৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮,৭১.৫৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১৭.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮১৯.৮৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৫,৫৪১.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, দাম কমেছে ৫৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।








