চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১০.৭১ কোটি টাকা। ৩,০৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬২৮.৯৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৯.৫৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৫.০৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,১২৬.৫৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৭,০৯৬.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৭.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, কমেছে ৫৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৫ টির।