সিএসইতে লেনদেন ১০.৬৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.৬৭ কোটি টাকা। ৩,৫৫৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬৮৩.৪৩ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১২.৪৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭১.৮৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫০.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,২৩৩.২৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭১,৭১৮.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪৩০,১৭৫.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির, কমেছে ৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম আপাতত এক সপ্তাহ থাকবেন বিশ্রামে
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান