সিএসইতে লেনদেন ১০.৩৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১০.৩৮ কোটি টাকা। ১,৩১০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৫.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৬২.৩৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১২.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৯.৬৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৫.৯০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২৭.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০২৬.২৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৩,৬৫৯.৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩৩২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩২ টির, দাম কমেছে ১৪৭টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

পূর্ববর্তী নিবন্ধগণায়ন নাট্য উৎসবের ৩য় দিনে ‘আমার আমি’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধমার্কিন গোয়েন্দা সহায়তায় রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেন