চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১০.১৩ কোটি টাকা। মোট ২,০৭৫টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০২৩.২৬ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৯.১৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৩.১৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৮৩.১৪ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২০,০৬২.৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৮৩.৮১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, দাম কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির।