চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-তে গতকাল বুধবার থেকে চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে দুইদিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠানের দ্বিতীয় ব্যাচ উদ্বোধন হয়েছে। এতে সিএসই ট্রেক ও লিস্টেড কোম্পানির প্রতিনিধিগণ এবং স্বতন্ত্র উদ্যোক্তাগণ অংশ নেন। প্রধান হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া–এর ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইনে প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কনভেনার, কমোডটি এক্সচেঞ্জ প্রজেক্ট মো. মরতুজা আলম, কমোডটি এক্সচেঞ্জ প্রজেক্ট সদস্য মো. ফয়সাল হুদা, ম্যানেজার মোহাম্মাদ হাবিবুল্লাহ ও নাহিদ আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে এবং এই কাজটি সম্পন্ন করতে যত ধরনের পদক্ষেপ দরকার তার সবগুলিই আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমার মার্কেট অংশগ্রহণকারী তৈরির কাজটি শুরু করেছি।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, সিএসই দীর্ঘদিন ধরে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে, এরই অংশ হিসেবে বিশেষ করে মার্কেট পারটিসিপেন্ট বা মার্কেট প্রোফেসনাল তৈরির অংশ হিসেবে এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে। পাশাপাশি চলছে টেকনোলজি এবং রেগুলেটরি কাঠামো তৈরির কাজ, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রেস বিজ্ঞপ্তি।