সিএসইতে ইউএসটিসি’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সফর

‘পুঁজিবাজার সম্পর্কে জানতে হলে কাঠামো জানতে হবে’

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইউএসটিসির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীর একটি দল গত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর, আগ্রাবাদস্থ কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল সফর সম্পন্ন করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আসছে।

অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এফসিএমএ, এফসিএমএ, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান সিএফএ, ম্যানেজার ইস্যুয়ার মার্কেটিং প্রোমোশন অ্যান্ড প্রিলিস্টিং ডিপার্টমেন্ট মোহাম্মাদ হাবিব উল্লাহ। অধিবেশন পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। ইউএসটিসির ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টরইউএসটিসি রিসার্চ সেল অ্যান্ড এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সাহাবুদ্দিন।

ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, একটি দক্ষ মার্কেটের জন্য প্রয়োজন আরও শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন জনবল। পুঁজিবাজারে কেবল যে ফিনান্স বা ব্যবসা প্রশাসন বিষয়ক শিক্ষাসম্পন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবে তেমনটা নয় বরং সব বিষয় কিংবা পেশার ব্যক্তিদের সুযোগ রয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন আগ্রহ, ধৈর্য্য ও জ্ঞান। পুঁজিবাজার সম্পর্কে জানতে হলে এর কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদী হাসান স্বাগত বক্তব্যে বলেন, পুঁজিবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী এবং কর্ণধার উভয়ই হবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষাকালীন থেকেই পুঁজিবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা, গবেষণা করা, সম্যক জ্ঞান লাভ করা এবং সুযোগ থাকলে বিনিয়োগ করে ব্যবহারিক জ্ঞান লাভ করা প্রয়োজন।

. মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার ক্রমাগত পরিবর্তন ও পরিবর্ধনে সমৃদ্ধ হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধজ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে