সিএমপির ১৫ থানার ওসির রদবদল, চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। চকবাজার থানার ওসিকে সিটিএসবিতে বদলি করা হলো।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী—
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম → পাঁচলাইশ,
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিম → বন্দর,
বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিন → কোতোয়ালী, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমান → বাকলিয়া, বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিন → চান্দগাঁও, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির → বায়েজিদ
,খুলশী থানার ওসি শহীনূর রহমান → কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ → চকবাজার, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার → পাহাড়তলী, আকবর শাহ থানার ওসি আরিফুর রহমান → সদরঘাট,পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া → ডবলমুরিং
,কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম → খুলশী, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ → পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন → হালিশহর, ইপিজেড থানার ওসি কামরুজ্জামান → আকবর শাহ, চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম → সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়।

এদিকে ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হলেও সেখানে এখনো নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ৭০০ শত জাল ও ৩০০০ কৃত্রিম বক ধ্বংস, জীবিত ১০ বক ও শামুকখোল উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার পরিত্যক্ত সিগারেট জব্দ