সিএমপির মাসিক কল্যাণ সভা

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা গতকাল বুধবার দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর। গত ডিসেম্বরে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। সভায় সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। সভায় গত বছরের ডিসেম্বর মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ১৮ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া পিআরএলে গমনকারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সুফল প্রকল্পের বাগান পরিদর্শন