দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের অংশগ্রহণে সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আশিক ভূঁইয়া। প্রতিযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, এইচ আর হেড সুবির দাস, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।











